
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুল আজীম নোমান।
তিনি জানান, রবিবার ভোররাতের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো, লতিফপুর গ্রামের শাহ আলমের ছেলে ইমন হোসেন (২১), মমিন উল্যাহর ছেলে আলমগীর হোসেন (৪০) ও নুরুল আমিনের ছেলে হুসাইন কবির সেলিম (৫০)।
এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে জহিরকে দাফন করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের মোস্তাফার দোকান নামক এলাকায় খুন হন বিএনপি নেতা আবুল কালাম। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মনছুর আহমেদের ছেলে।
অভিযোগ রয়েছে, জহিরের সাথে স্থানীয় ছাত্রদল কর্মী কাউসার মানিক বাদল ওরফে ছোট কাউসারের আধিপত্য বিস্তার ও অন্তকোন্দলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এলাকায় একটি খেলার আয়োজনকে কেন্দ্র করে সম্প্রতি এ বিরোধ চরম আকার ধারণ করে। এই বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাউসার হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামী। অন্যদিকে আবুল কালামের বিরুদ্ধেও ছয়টি মাদকের মামলাসহ সাতটি মামলা ও একাধিক জিডি রয়েছে।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]