
সাভারের বিরুলিয়ার পাশে বেরিবাধের বটতলা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃওরা।
রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে বেরিবাধের বটতলা এলাকায় বাসে আগুন দেয়দুর্বৃওরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সেখানে পার্কিং করে রাখা ওই বাসে আগুন দেয় দুর্বৃওরা। এসময় মুহুতের মধ্যে পুরো বাসটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপরদিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় গুলিস্তান ধামরাই পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃওরা। রাত ১০ টার দিকে দুর্বৃওরা ওই বাসে আগুন দেয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে।
এদিকে নাশকতার অভিযোগে সাভারও আশুলিয়া এলাকায় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]