
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিদ্যালয় ভবনের ভেন্টিলেটর ভেঙে সিংলি ফ্যান চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে রবিবার ১৬ নভেম্বর সকালের মধ্যে কোনো একসময়ে পৌর এলাকার দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ে এ নিয়ে গত ৩ মাসে ৫ বার চুরির ঘটনা ঘটল।
বিদ্যালয়ের শিক্ষক মো. শেকের মিয়া বলেন, চতুর্থ শ্রেণির ‘খ’ শাখার কক্ষে এ ঘটনা ঘটে। ওই কক্ষ থেকে এ পর্যন্ত ৪টি সিলিং ফ্যান চুরি হয়েছে। ভেন্টিলেটরের সামান্য অংশ ভেঙে কীভাবে চুরির ঘটনা ঘটলো সেটা দেখে অবাক হয়েছি। ফ্যানগুলো ব্যক্তি পর্যায় থেকে সংগ্রহ করা। রবিবার সকালে বিদ্যালয়ে এসে ফ্যান চুরি হওয়ার বিষয়টি দেখতে পাই।
তিনি জানান, গত তিন মাসে বিদ্যালয়ে পাঁচবার চুরি হয়েছে। এর আগে মাল্টিমিডিয়া প্রজেক্টর, বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। এসব বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়টিও থানায় জানানো হবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]