গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২০:৩৪
গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে দুটি মামলায় আওয়ামী লীগের ৩৬৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।


গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৮৫ জনকে আসামি করা হয়েছে।


পুলিশ জানায়, শুক্রবার রাতে এ দুটি মামলা হয়েছে।


গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম হয়। এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করে মামলাটি হয়েছে। এতে ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


অপরদিকে, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তার পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


মামলার বরাতে পুলিশ জানায়, ‘লকডাউনকে’ কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।


এ ছাড়া এদিন জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com