
ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগতির পরিবহনের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে ধামরাইর বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে। এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
নিহতরা হলেন, মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের আজিজুল হকের পুত্র ওসামা, আফজাল মিয়ার ছেলে জামিল। নিহতরা দুজনে সম্পর্কে চাচাত ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির পরিবহন টরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দিলে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]