
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির ছাত্র কাউছার হোসেন (১১)।
ফখরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া এলাকার দুলাল মিয়ার ছেলে ও কাউছার মিরসরাইয়ে বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে।
আহত আরমান ও মোসলিম উদ্দিন একই মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা গেছে, মাদরাসার ৪ জন ছাত্র মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিল। এসময় ওই মোটরসাইকেলকে একটি ট্রাক চাপ দিলে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা ছাত্রদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র নিহত হয় ও দুইজন আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জাকির রাব্বানী জানান, মোটর সাইকেলের ধাক্কায় দুই মাদরাসার ছাত্র নিহত হয়েছে। আরো দুইজন আহত হয়েছে। মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]