
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে যে স্থানে আগুন দেওয়া হয় এর কাছাকাছি স্থানেই আবার আগুন দেওয়ার ঘটনা ঘটল। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিটের মতো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। রাত ১২টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম রাত সোয়া ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে আগুন দেয়। এ খবর পেয়ে সদর থানা পুলিশ এসে আগুন নেভায়।
তিনি পুলিশ সদস্যদের নিয়ে গেছেন উল্লেখ করে জানান, ট্রেন চলাচল এখন স্বাভাবিক আছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]