
রাজবাড়ীর কালুখালিতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও চাইনিজ কুড়ালসহ ২ যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চর এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ সাজেদুল ইসলাম শাওন ও একই এলাকার কামরুল ইসলাম।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের উভয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের উভয়ের বিরুদ্ধে এর আগেও মামলা ছিলো।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]