
যশোর উপশহরের পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাশে থাকা বস্তির বাসিন্দারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, ভেতরে কেউ নেই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এরপর আশপাশের লোকজন ছুটে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটির সুপারভাইজার মাগুরা শ্রীপুরের হান্নান খান বলেন, ‘আমাদের বাসটি যশোর-মাগুরা রোডে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো বুধবার রাতেও উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়েছিল। রাতে আমি বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসায় ফেরার পর খবর পাই, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে।
আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে।’
স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশে উপশহর বস্তি থাকায় আগুনটি যদি বস্তিতে ছড়িয়ে পড়ত, তাহলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। তাদের তাৎক্ষণিক উদ্যোগে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নাইটগার্ডটি তখন পাশের দোকানে চা খেতে গিয়েছিলেন।
ঘটনাটি তদন্তাধীন, দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু হয়েছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]