
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র শাপলা কলি প্রতীকে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন এনসিপির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।
বুধবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে এনসিপির জন্ম হয়েছে। আমার বিশ্বাস, দেশের জনগণ আমাদের লড়ায়ের শামিল হবে। কেনোনা এই লড়াই মুক্তিকামী জনগণেরও লড়াই। আর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি রাজপথে যেমন ছিল, তেমনি নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদেও জনগণের প্রতিনিধিত্ব করতেও প্রস্তুত। শরীয়তপুর-১ আসনের মানুষের আস্থা, দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে। তারা আমাকে চায়। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে। আমি মনোনয়ন পেলে আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকেই রায় দিবে, ইনশাআল্লাহ। আর আমি নির্বাচিত হলে এই আসনের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।
বিবার্তা/রোমান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]