নীলফামারীর ভিসা প্রতারক চক্রের হোতা গ্রেফতার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২৩:৩৭
নীলফামারীর ভিসা প্রতারক চক্রের হোতা গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের হোতা বেনজির (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।


বিষয়টি মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর কিশোরগঞ্জ ঝর্ণার মোড় থেকে বেনজিরকে গ্রেফতার করা হয়।বেনজির কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর সাতঘড়ি পাড়ার আব্দুল মালেকের ছেলে।


দীর্ঘদিন ধরে সে ভিসা প্রতারকদের প্রধান হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিল।মামলার সূত্রে জানা যায়, বেনজিরসহ প্রতারক চক্র ফেসবুকে কানাডা যাওয়ার ভিসার লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাতেন। কুড়িগ্রামের নাগেশ্বরীর ভোবানন্দের কুটি গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহেদুল ইসলামও এই ফাঁদে পড়ে। বিভিন্ন সময়ে বিকাশ ও নগদে ১৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন বেনজিরসহ প্রতারকরা।


বিমানবন্দরে গিয়ে জাহেদুল বুঝতে পারে ভিসা ভুয়া। জাহেদুল সম্প্রতি কিশোরগঞ্জ থানায় গ্রেফতারকৃত বেনজিরসহ ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ বেনজিরকে গ্রেফতার করে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা কারাগারে পাঠায়।


ওসি আশরাফুল ইসলাম জানান, বেনজিরকে গ্রেফতার করে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/সুজন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com