নবীনগরে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় প্রধান আসামিসহ দুইজন অস্ত্রসহ গ্রেফতার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৩:৪৪
নবীনগরে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় প্রধান আসামিসহ দুইজন অস্ত্রসহ গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র হামলায় ৪ জন গুলিবিদ্ধ ও ২ জন নিহত হওয়ার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ আরোও একজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়।


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজারের আধিপত্যকে কেন্দ্র করে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী এবং নুরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলছিল অনেক আগে থেকেই।


গত ১ নভেম্বর রাতে শিপন গনিশাহ মাজারের পাশে একটি রেঁস্তোরায় খাবার খাওয়ার সময় রিফাত তার বাহিনীসহ শিপনের উপর অতর্কিত আক্রমণ চালায়। উক্ত আক্রমণে শিপন, ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হলে তাদেরকে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। কিছুক্ষন পরেই শিপন বাহিনীর অন্যান্য সদস্যরাও সশস্ত্র পাল্টা আক্রমণ চালায়। এতে এমরান মাস্টার নামে একজন গুলিবিদ্ধ হয়। ঘটনার দিনই শিপন মৃত্যুবরণ করেন এবং পরের দিন ইয়াসিন মৃত্যুবরণ করেন।


এই ঘটনার পর থেকেই র‌্যাব এর গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল গত ৭ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি একটি বাড়িতে রিফাতের সন্ধানে অভিযান পরিচালনা করে। তবে আগে থেকে রিফাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে। উক্ত স্থান থেকে ৮টি পাইপগানের মূলবডিসহ ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে রিফাতকে গ্রেফতারের জন্য র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারী আরো বৃদ্ধি করা হয়।


প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক টিম ১০ নভেম্বর রাত ৩ টার দিতে বাঞ্ছারামপুরের উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে আটক করা হয়।


রিফাতকে আটক করার পরে রিফাতের তথ্যমতে থোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। রিফাতের ঘনিষ্ঠ সহযোগী লিমনের বাড়িতে অভিযান পরিচালনা করে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ দোচালা টিনসেড বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে মাটির ভিতর থেকে একটি নীল পলিথিনের ভিতর ১টি বিদেশি সচল পিস্তল, ২টি ম্যাগজিন এবং ৭ রাউন্ড ৭.৬৫ তাঁজা বুলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামিরা হলেন - রিফাত আহমেদ (২৫), পিতা- মৃত. মোস্তাক আহমেদ, থোল্লাকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া এবং
মো. লিমন মিয়া (১৯), পিতা- মো. সেলিম মিয়া, থোল্লাকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।


র‌্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরসহ উদ্ধারকৃত আলামত সমূহ ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান। উক্ত ঘটনার অন্যান্য আসামিদের গ্রেফতার ও বাকি অস্ত্র উদ্ধারের লক্ষে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা চলমান আছে এবং অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com