লালমনিরহাট সীমান্তে টহল জোরদার, গুজবে কান না দেয়ার আহ্বান বিজিবির
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৫:৫২
লালমনিরহাট সীমান্তে টহল জোরদার, গুজবে কান না দেয়ার আহ্বান বিজিবির
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের ৩ সেনা ঘাঁটি স্থাপনের ঘটনায় লালমনিরহাট সীমান্তের লাগোয়া গ্রামগুলোর অধিবাসীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তবে বিজিবির পক্ষ থেকে কোন ধরনের উসকানি কিংবা গুজবে কান না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়েছে।


এদিকে লালমনিরহাট সীমান্তজুড়ে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে।


এদিকে সীমান্তের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বিএসএফের পাশাপাশি সেনা ক্যাম্প স্থাপনের ঘটনায় সীমান্তের লাগোয়া গ্রামবাসীদের মধ্যে এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।


দহগ্রাম সরকারপাড়া এলাকার সীমান্ত সংলগ্ন গ্রামের মনির উদ্দিন বলেন, এসব ঘাঁটি সীমান্তে নজরদারি শক্তিশালী করা, কৌশলগত দুর্বলতা শোধন করা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে পরিকল্পিত বলে তিনি মনে করেন।


সীমান্তের লাগোয়া সূত্রগুলোর দাবি হঠাৎ করে ওপারে সেনা ক্যাম্প স্থাপনের ঘটনায় এপারের বাংলাদেশ অংশে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে, ভারতীয় সেনা ক্যম্প স্থাপনের ঘটনাটি সীমান্তবাসীরা কোনভাবেই ছোট করে দেখছেন না, তারা বলছেন, বিষয়টি দূরবিসন্ধি মূলক হতে পারে।


দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা জানান, শুনেছি বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের ৩ সেনা ঘাঁটি স্থাপনের খবর। তিনি বলেন, সেখানে আকাশপথ সুরক্ষার জন্য বিভিন্ন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ইউনিট ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে এতে সীমান্তের গ্রামগুলোর মানুষের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান।


সীমান্তের অধিবাসী দোলোয়ার হোসেন বলেন, সীমান্ত গ্রামের মানুষের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। "সীমান্ত এলাকায় আমাদের এমনিতেই একের পর এক নানা সমস্যার মধ্যে দিয়ে বসবাস করতে হয়। আর এখন তো সেটা আরও বেড়েছে। পুরো রাত আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়। কে জানে কখন কোথায় গণ্ডগোল হয় বা সীমান্তের অন্য দিক থেকে এসে আমাদের ওপরে হামলা না করে দেয় কেউ! এভাবেই আতঙ্কের মধ্য দিয়ে আমাদের দিন কাটছে।


এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ) তাদের পর্যবেক্ষণ টাওয়ার থেকে সার্বক্ষণিক বাংলাদেশি গ্রাম গুলোর ওপর কড়া নজর রাখছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কঠোর নজরদারি নিয়ে দহগ্রাম ইউনিয়নের কায়সার আলী বলেন, "বাংলাদেশে ৫ আগস্ট পর থেকে আগের তুলনায় বিএসএফর তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমরা সীমান্তবাসী সব সময়ে উদ্বেগ- আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিনাতিপাত করি।


আবার নতুন করে শুনতে পেলাম বাংলাদেশ সীমান্তের ওপারে তিনটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে আমরা আতঙ্কিত হয়েছি। বুড়িমারী সীমান্তের গোলাপ মিয়া বলেন, সীমান্ত সংলগ্ন জমিতে যেতে এখন ভয় লাগে, কখন জানি কি হয়। বিএসএফের পাশাপাশি নতুন করে সেনাবাহিনী টহল দেবে বলে শোনা যাচ্ছে।


একজন সামরিক পরিকল্পনাবিদ সূত্র বলেছেন, আমরা কোনো নির্দিষ্ট প্রতিক্রিয়া দেখাচ্ছি না। আমরা কেবল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। তবে বিজিবির পাশাপাশি স্থানীয় বাংলাদেশিরাও কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি'র কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের ৩ সেনা ঘাঁটি স্থাপনের বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, আর তিনি সীমান্তবাসীদের কোন ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, একটি মহল সীমান্ত পরিস্থিতি অশান্ত করার পাঁয়তারা করছেন। সীমান্তে যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছে, সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com