
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মুহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। তিনি বর্তমান জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদের স্থলাভিষিক্ত হবেন।
শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি ২০২৪ সালের ৩০ অক্টোবর থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সরকারী আবাসন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা।
এদিকে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমদকে বদলী করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধা ছাড়াও সারা দেশে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বিবার্তা/নূর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]