
পটুয়াখালীর দশমিনায় জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রবিবার (৯ নভেম্বর) ভোরে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে এ মিছিলটি বেড় হয়ে উপজেলা এলাকায় এসে শেষ হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ব্যানারের সামনে কাফনের কাপড় পরে ও মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় বাধা ছিল।
মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠনের সভাপতি জায়েদ প্যাদাকে।
ভিডিওতে দেখা গেছে, দশমিনা উপজেলা ছাত্রলীগের ব্যানারে হটাও ইউনুস বাঁচাও দেশ- লেখা ছিল। মিছিলে ৩৫-৪০জন নেতাকর্মীকে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরা মুজিব তোমার স্মারণে, ভয় করি না মরনে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এমন স্লোগান দিতে শোনা যায়।
এদিকে রবিবার সকালে জায়েদ প্যাদা নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও পোষ্ট করে লিখেছেন, ‘অনেকদিন পরে আবারও রাজপথে। একই ভিডিও উপজেলার বিভিন্ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেইসবুকে আপলোড করেছেন।
এ বিষয় দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, ভোরে রাতে নিষিদ্ধ সংগঠনের ভিডিও নজরে এসেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]