মোংলার পশুর নদীতে পর্যটকবাহী বোট উল্টে পর্যটক নিখোঁজ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১:৪৫
মোংলার পশুর নদীতে পর্যটকবাহী বোট উল্টে পর্যটক নিখোঁজ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলার পশুর নদীর ঢাংমারী এলাকায় পর্যটকবাহী একটি বোট উল্টে এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছেন বনবিভাগ ও কোস্ট গার্ড।


সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট 'ম্যানগ্রোভ ভেলী'তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা ১৩ জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচন্ড ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। এ সময় বোটের সকলেই নদীতে পড়ে যান। তারা কেউ কেউ নিজ নিজ সাঁতরে কুলে উঠে, আবার কেউকে কেউকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্ত নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক। পরে আমেরিকায় চলে যান তিনি। নিখোঁজ এ আমেরিকা পর্যটক সন্ধানে ঘটনাস্থলে তল্লাশী অভিযান চালাচ্ছে বনবিভাগ ও কোস্ট গার্ডের বিশেষ টিম।


এ ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজের প্রচন্ড ঢেঁউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও পাওয়া যায়নি রিয়ানাকে।


বিবার্তা/জাহিদ/এসএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com