পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত ২৩ টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের সাথে তৃণমূল সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৮:১৫
পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত ২৩ টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের সাথে তৃণমূল সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত ২৩ টি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের সাথে আসন ভিত্তিক তৃণমূল সভা অনুষ্ঠিত হয়েছে৷


শনিবার (৮ নভেম্বর) বিকেলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনে পঞ্চগড়- ১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলা এই প্রতিনিধি সভার আয়োজন করেন। সদর উপজেলা সভাপতি আবু দাউদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তজার্তিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও রাজনীতিবিদ ব্যারিস্টার নওফল জমির।


পঞ্চগড় এর উন্নয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পঞ্চগড়-১ আসনের ধানের শীষের কান্ডারি ব্যারিস্টার নওশাদ জমির বলেন, আজ যেহেতু পঞ্চগড় পৌরসভার একটা অংশে প্রোগ্রাম সেহেতু পঞ্চগড় পৌর সভা নিয়ে আমাদের একটা ব্যাপক পরিকল্পনা রয়েছে। আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন। এই পৌরসভা নিয়ে আমাদের মহা পরিকল্পনা গ্রহন করেছি ।


প্রতিটা রাস্তা-ঘাট,বিজলি বাতি থেকে আরম্ভ করে নিস্কাশন ব্যাবস্থা থেকে আরম্ভ করে এই পুরো দিকটা এছাড়া আমাদের এখানে মাদকাশক্তের একটা সমস্যা রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে যে কর্মসূচি গ্রহন করা হয়েছে আপনার তা জানতে পারবেন। আমরা তা উপস্থাপন করবো।


তিনি বলেন, আমাদের এখানে চিকিৎসা সেবার একটা সমস্যা রয়েছে। সমাধানে আমরা এখানে প্রাইভেট হোক অর্থবা পাবলিক হোক ব্যক্তিগতভাবে হোক আর সরকারি উদ্যোগে হোক একটা মেডিকেল স্থাপন করবো৷ আমরা ব্যক্তিগত উদ্যোগে হোক বা সরকারি উদ্যোগে হোক একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করবো। সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড়েও একটাসগুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে৷ সেটা হল বেকারত্ব৷ এই বেকারত্ব দুরিকরণে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহন করবো, বিভিন্ন কোম্পানি আমরা নিয়ে আসবো। ছেলে মেয়েদের সাথে তারা কথা বলবে যারা কথা বলতে পারে। তাছাড়া যে সব ছেলে মেয়ে বিদেশে যেতে চায় তাদের জন্য সর্বাঙ্গিন সহযোগীতা করবো। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রমিক নির্ভর জেলা আমাদের পঞ্চগড়৷ এখানে শ্রমিকদের বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা আমরা করার চেস্টা করবো। চা শ্রমিক, পাথর শ্রমিক, বাস শ্রমিক, হোটেল শ্রমিক প্রত্যেককের আলাদা আলাদা কিছু সমস্যা রয়েছে সেগুলো সমাধানের কর্মসূচি আমরা হাতে নিয়েছি । চা কৃষির সাথে যারা জড়িত তারা মুল্য পাচ্ছিলনা। ৫ ই আগস্টের পর তারা মূল্য পাচ্ছে৷ এটা যাতে স্থায়ী থাকে সে ব্যাপারে আমরা কাজ করবো বলে জানান তিনি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড: মির্জা নাজমুল ইসলাম কাজল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড: রিনা পারভিন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন ও আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। এসময় তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ২৩ টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের নেতৃরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com