বাঞ্ছারামপুরে
৮টি দেশীয় পাইপগানের মূল যন্ত্রাংশসহ ৪৫ টি দেশীয় অস্ত্র এবং ১৩ টি বুলেট প্রুফ ভেস্ট উদ্ধার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:১১
৮টি দেশীয় পাইপগানের মূল যন্ত্রাংশসহ ৪৫ টি দেশীয় অস্ত্র এবং ১৩ টি বুলেট প্রুফ ভেস্ট উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৮টি দেশীয় পাইপগানের মূল যন্ত্রাংশসহ ৪৫ টি দেশীয় অস্ত্র এবং ১৩ টি বুলেট প্রুফ ভেস্ট উদ্ধার করেছে র‌্যাব-৯ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে।


গত ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর ও বাঞ্ছারামপুরের মধ্যবর্তী থোল্লাকান্দি এলাকায় সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ২ জন ব্যক্তি মৃত্যুবরণ করেন ও ২ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় বর্তমানে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দাপটে সাধারণ মানুষ আতংকে জীবনযাপন করছে। এরই
প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি বাজারের লঞ্চ ঘাট এলাকায় দেশীয় অস্ত্র রক্ষিত আছে।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (৭ নভেম্বর) আনুমানিক ভোর ৫.৩০ ঘটিকার সময় বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দি বাজারের লঞ্চ ঘাটের দক্ষিণ পাশে মিজান মেম্বারের তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর পিছনে ঝোঁপের ভিতর অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ৪৫টি দেশীয় অস্ত্র তথা ৮টি পাইপগানের বডি, ২টি বল্লম, রামদা-৮টি, টেটা-২৭টি ও
দেশীয় তৈরি ১৩টি বুলেটপ্রুফ ভেস্ট উদ্ধার করতে সক্ষম হয়।


র‌্যাব- ৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র সমূহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com