
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় ৮শতাধিক দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
ইন্দুরকানী বাজার ব্রীজ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে র্যালীটি শেষ হয়।
পরে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম দুলাল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন,মাস্তান হাফিজ,সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু,সাবেক যুগ্ম আহবায়ক আহসানুল হক ছগির, ইউনিয়ন বিএনপি নেতা মো. কবির হোসেন খান, নজরুল ইসলাম হাওলাদার,হাফিজুর কবির তালুকদার,দুলাল হোসেন ফকির,শহিদুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, সাবেক জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা প্রমুখ।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]