
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত।। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব, পঞ্চগড়-২ আসনের ধানের শীষের কান্ডারী ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ই নভেম্বরের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন,১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত। এ দিনটি “সিপাহী–জনতার বিপ্লব” নামে পরিচিত। ওইদিন সেনাবাহিনীর কিছু সদস্য ও সাধারণ জনগণের অংশগ্রহণে দেশে এক রাজনৈতিক পরিবর্তনের সূচনা ঘটে, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি আরও বলেন,৭ইনভেম্বরের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক যুগান্তকারী পরিবর্তন ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তা এই বিপ্লবের মাধ্যমে একটি নতুন মোড় নেয়। এ সময় মেজর জিয়াউর রহমান মুক্তি পান এবং পরবর্তীতে দেশের নেতৃত্ব গ্রহণ করেন। আগামী জাতীয় নির্বাচনকে পেছানোর জন্য একটি বড় দল বিভিন্ন ষঢ়যন্ত্রে লিপ্ত হয়েছে। যাতে ফ্রেব্রুয়ারী নির্বাচন না হয়৷ গণভোট ও পিআর পদ্ধতির নামে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে। অন্তবর্তীকালিন সরকার যদি তাদের কথা শুনে নির্বাচনকে নিয়ে তালবাহানা করে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি বসে থাকবেনা৷
৭ নভেম্বরকে ধারণ করে দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ এর ধানের শীষের কান্ডারীকে বিজয়েল লক্ষে মাঠে কাজ করার আহব্বান জানান তিনি। আলচোনা সভায় জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, জেলা জাসাস নেতা ইউনুস শেখ বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় পৌর সভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি'র নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]