
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অটোরিকশার দুই আরোহী ট্রাকচাপায় নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের নাছিরনগর- সরাইল লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশা চালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সরাইলের বড্ডাপাড়া এলাকার সরাইল–নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ইউসুফ ও যাত্রী মুসলিম মিয়া নিহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, প্রথমে নিহতদের মরদেহ থানায় রাখা হয়। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]