
পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইয়াছিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ইয়াসিন হাওলাদার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের তার নানা মো. মোতালেব হোসেনের বাড়ীতে বসবাস করেন ।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার (৫ নভেম্বর) স্কুলছাত্রী তার বোনের বাড়ি টগড়া থেকে বিকেলে ইন্দুরকানী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অভিযুক্ত যুবকসহ ৩-৪ জন স্কুলছাত্রীকে জোর করে একটি সুপারী বাগানে পাশে নিয়ে যায়। পরে স্কুল শিক্ষার্থীর কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াছিনসহ তার বন্ধুরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর বোন রুনা আক্তার বাদী হয়ে ইয়াসিন হাওলাদারকে প্রধান আসামি করে ৪ জনের নামে বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী থানায় মামলা করেন।
মামলায় অন্যান্য আসামিরা হলেন- দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা মিজানুর রহমান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২০), ইয়াছিন গাজীর ছেলে মো. রাজু গাজী (২০) এবং তোফাজ্জেল আকনের ছেলে জিহাদ আকন (২২)।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা এক জনকে গ্রেফতার করেছি বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]