সরাইলে ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:০৫
সরাইলে ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে।


শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে সরাইল সদর ইউনিয়নের সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে উপজেলার সদর ইউনিয়নের সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে সিলেটগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।


এতে ঘটনাস্থলেই অটোরিকশার ড্রাইভার ও এক যাত্রীর নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


ওসি আরও জানান, সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com