বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২২:৩৯
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ও অন্যমত সমন্বয়ক ওয়াসিস আলম, সহ সমন্বয়ক হাবিবুর রহমান, জাতীয় গনতান্ত্রিক পাটি জেলা জাগপ'র সাধারণ সম্পাদক সাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পাটির বোদা উপজেলার প্রধান সমন্বয়ক শিশির আসাদ, কামাত কাজলদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল হোসেন প্রধান, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম, ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড়ের সভাপতি মাসুদ আল মামুনসহ অনেকে বক্তব্য রাখেন।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী যোদ্ধার উপর এমন পরিকল্পিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যারা মুক্তচিন্তা ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করেন, তাদের উপর বারবার হামলা চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।


বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর (মঙ্গলবার) বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা, আন্দোলনকালীন পঞ্চগড়ের অন্যতম সমন্বয়ক জনাব ফজলে রাব্বীর উপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সামনে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ হামলার নেতৃত্বে ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন।


জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মসূচি থেকে অভিযুক্তদের অবাঞ্চিত ঘোষণা করে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয় স্মারকলিপিতে।


এবিষয়ে ভুক্তভোগী ফজলে রাব্বী বলেন, মূলত আমি প্রশাসনের দাওয়াতে ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম। আমার উপর তাদের আক্ষেপের কারণ ছিলো- আমি কেন লাইনের সামনে দাঁড়ালাম! আমিতো কোন দলের প্রতিনিধিত্ব করতে যাইনি। এখন সামনে গেলে তাদের সহ্য হয় না! জুলাইয়ের আন্দোলনের সময় কেওতো মিছিলের সামনে যেতে বাধা দেয়নি, কিন্তু এখন কেন?


তেঁতুলিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন বলেন, সেদিন লাইনে দাঁড়ানো নিয়ে একট বাগবিতণ্ডা হয়েছিল। মূলত ফজলে রাব্বী আমাদের উপজেলা বিএনপির সভাপতিকে সরিয়ে দিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। আমি তখন তাকে জিজ্ঞেস করি- আপনি কি বুঝাতে চাচ্ছেন? পিছনে কিছু ছাত্রদল-যুবদলের ছেলে ছিল, সেখানে একটু হট্টগোল হয় এবং পরে চুপচাপ হয়ে যায়। পরে আবার ফ্ল্যাগ স্ট্যান্ডের উদ্বোধনের ওখানে ফজলে রাব্বী আবার আমাদের রঞ্জু ভাইয়ের (উপজেলা বিএনপির সভাপতি) সামনে গিয়ে দাঁড়ালো, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম- কি সমস্যা বলেন তো? তখন ফজলে রাব্বী কোন কথা না বলে এদিকে এসে মুখের ভাষা খারাপ করে বিএনপি নিয়ে কথা বলেন। তখন তো আমরা চুপ থাকবো না। পরে সেখানে প্রশাসনের লোকজন ছিলো তাকে সরিয়ে নিয়েছে, আমরাও চলে আসছি। তাকে কোন ধাক্কা দেয়া হয়নি, কিছু করাও হয়নি।


তিনি আরো বলেন, আমরা জুলাই যোদ্ধাদের সম্মান করি। ফজলে রাব্বী আমাদের ছোটভাই, তাকেও সম্মান করি; কিন্তু সেনিন সে একটুতেই উত্তেজিত হয়ে মুখের ভাষা খারাপ করায় পাশে থাকা ছাত্রদল-যুবদলের ছেলেরা একটু উত্তেজিত হয়।


তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, সেদিন হঠাৎ করেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এরপর ওই পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সবাইকে সরিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com