ঘোড়াঘাটের ভাইরাল সাইমন অন্ধ হওয়ার ঝুঁকিতে, বাঁচাতে দরকার ১৫ লাখ টাকা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৫:৪২
ঘোড়াঘাটের ভাইরাল সাইমন অন্ধ হওয়ার ঝুঁকিতে, বাঁচাতে দরকার ১৫ লাখ টাকা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যে শিশুর সরল হাসি, কথা ও আচরণে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ আনন্দ পায় সেই দিনাজপুরের ঘোড়াঘাটের ছোট্ট ভাইরাল সাইমন (৬) আজ অন্ধকারের পথে। সাইমনের দুই চোখই ৯০% ড্যামেজ। সময়মতো উন্নত চিকিৎসা না করলে সে চিরতরে দৃষ্টি হারাতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


সাইমন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী এলাকার সুমন মিয়ার ছেলে।


মাত্র ৬ বছরের শিশু সাইমন এখন নিজের চোখে পৃথিবীটা ঠিকমতো দেখতে পারে না। যে চোখ দিয়ে সে হাসি দেখিয়েছে, মায়া দেখিয়েছে, সবার মুখে আনন্দ ফুটিয়েছে সেই চোখ আজ আলো হারাতে বসেছে।
চোখের এই জটিল রোগ থেকে সাইমনকে বাঁচাতে প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু সাইমনের পরিবার দিনমজুর শ্রেণির দৈনিক আয়ের উপর চলে সংসার। তাদের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব।


কান্না ভেজা কণ্ঠে সাইমনের মা বলেন, “আমার বাচ্চাটা চোখে দেখতে পারবে না এটা ভাবলেই বুক ফেটে যায়। আমরা গরিব। আপনাদের দোয়ায় ও সাহায্যে যদি আমার সাইমন আবার পৃথিবীটা দেখতে পায় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ।
সাইমনের বাবা বলেন, “ছেলেটা সবার ভালোবাসায় ভাইরাল হয়েছে, হাসি দিয়েছে। আজ সে নিজেই আলো হারাতে বসেছে। দয়া করে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিন।


একটি শিশুর চোখে আলো ফিরিয়ে দিতে আমরা যদি সবাই সামান্য করে পাশে দাঁড়াই, তবে তার জীবন আবার হাসিতে ভরে উঠতে পারে। ১৫ লাখ টাকা একজনের পক্ষে হয়তো কষ্টের কিন্তু হাজার মানুষের সামান্য সহায়তা সাইমনের চোখে আলো ফিরিয়ে আনতে পারে।


যারা সহযোগিতা করতে চান, পরিবারের সাথে যোগাযোগ করে সরাসরি সাহায্য করতে পারবেন। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এজেন্ট শাখা অ্যাকাউন্ট নম্বর: 20507770206554289, বিকাশ ও নগদ: 01719095539।


ঘোষণা : বিবার্তা খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে বিবার্তা কোন দায়ভার গ্রহণ করবে না।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com