
নড়াইলের সদর উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় এক দোকানি অগ্নিদগ্ধ হলে তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬নভেম্বর) ভোরে উপজেলার গোবরা বাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ সাইফুল ইসলাম বাজারের মুদি দোকান ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এসময়, দোকান থেকে মালামাল বের করার সময় মুদি দোকানি সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে। অগ্নিকান্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
নড়াইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা বৃহস্পতিবার (৬নভেম্বর) দুপুরে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]