অজ্ঞান পার্টির খপ্পড়ে ৭ শ্রমিক, সর্বস্ব লুটে ফেলে গেল সড়কে
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৪:২১
অজ্ঞান পার্টির খপ্পড়ে ৭ শ্রমিক, সর্বস্ব লুটে ফেলে গেল সড়কে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অচেতন অবস্থায় ৭ জনকে উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা।


উদ্ধারকৃতদের মধ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাছদহ এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান (২২) এবং সিরাজগঞ্জ পৌরসভার কলোনী এলাকার কুদ্দুসের ছেলে হৃদয় (৩২) এর পরিচয় পাওয়া গেছে। বাকি পাঁচজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।


স্থানীয়রা জানান, সম্ভবত তারা ঢাকায় কাজ শেষে জমানো টাকা নিয়ে গাবতলী থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিল। পথের মধ্যে ট্রাকের ভিতরে লুডু খেলায় সময় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে কোকাকোলা পান করে তারা অচেতন হলে সর্বস্ব লুটে নেয় চক্রটি। পরে ভোর রাতে তাদের ট্রাক থেকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ফেলে রেখে চলে যায় ট্রাকটি। সকালে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে তাদের পরিবারের লোকজন এসে নিয়ে গেছে। বাকি ৫ জন হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে। তবে তাদের কারও এখনো জ্ঞান ফেরেনি।


বিবার্তা/নূর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com