
সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব।
বুধবার (৫ নভেম্বর) ভোরে জোয়ারের পানিতে শরীর ভিজিয়ে পুণ্যস্নানের মধ্য দিয়ে এ রাস উৎসবের সমাপ্তি হয়। হাজার হাজার পুণ্যার্থীরা তাদের মনোবাসনা পুরন করার জন্য প্রার্থনা করেন ভগবান শ্রী কৃষ্ণের কাছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সন্ধ্যা পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ রাস উৎসব শুরু হয়। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা লঞ্চ, ট্রলার ও নৌকায় করে দুবলার চরে আসতে থাকে। সন্ধ্যায় পূজা, আর্চনা করেন। এরপর মূল পূজা এবং মানত পরিশোধ করেন পুণ্যার্থীরা।
সর্বশেষ শান্তিপূর্ণভাবে রাস উৎসবে পুর্নস্নান করে পুর্নার্থীরা। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় নিয়ম মেনে পূজা অর্চনা ও পুণ্যস্নান করে। পুন্যস্নানের সময়ে কোস্ট গার্ড,র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করে। পূর্নার্থীরা স্নান শেষে তারা দুবলার চর ছাড়তে শুরু করে।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]