
ফেনীর ছাগলনাইয়া থেকে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
৫ নভেম্বর, বুধবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়ন দক্ষিণ কুহুমা এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ আভিযানিক দল।
এদিন দুপুরে ধৃত অস্ত্রধারীর বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি আবুল বাশার। তিনি আরও বলেন, উপজেলার শুভপুর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় যৌথ অভিযান চালানো হয়েছে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুহুমা গ্রামের জরিফ আলী হাজী বাড়ির আবদুল জব্বারের ছেলে মো. আলী আশ্রাফ (৪৫) কে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি-ছিনতাইসহ বহু অভিযোগ রয়েছে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]