বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২২:০৮
বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুট উঁচুতে উড়লো বাংলাদেশের পতাকা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাবান্ধা সীমান্তে উদ্বোধন করা হয়েছে দেশের সর্বোচ্চতম পতাকা স্ট্যান্ড। আনুষ্ঠানিকভাবে উড়ানো হয়েছে লাল সবুজের পতাকা। সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় এখন নিয়মিত উড়বে রক্তে অর্জিত গৌরবের পতাকা।


দেশের উত্তরের সীমান্ত ঠেকেছে পঞ্চগড়ের বাংলাবান্ধায়। আজ বাংলাবান্ধা সাক্ষী হলো অন্যতম এক ইতিহাসের। দেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে বাংলাবান্ধা সীমান্তে। উড়ানো হয়েছে ৩০ ফুট বাই ১৮ ফুটের বিশাল আয়তনের লাল সবুজের পতাকা। জাতীয় সঙ্গিতের তালে তালে উড়ানো হয় গৌরবের এই পতাকা৷ এ সময় ইতিহাসের সাক্ষী হতে এসেছিলেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, শিক্ষক শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষ। এমন আয়োজনে খুশি স্থানীয়রা। এর আগে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে একটি সুসজ্জিত শোভাসহ পতাকা বহন করে নিয়ে যাওয়া হয়। ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় পতাকা স্ট্যান্ডের। পরে পতাকা উড়ানোর দায়িত্ব হস্তান্তর করা হয় বিজিবির কাছে।


এ সময় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সকলে। দেশের পতাকা ও সার্বভৌমত্বে আর আধিপত্যবাদ মেনে নেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। দেশের উত্তরের সীমান্তের ১১৭ ফুট উচ্চতায় এখন নিয়মিত উড়বে লাল সবুজের পতাকা।


নওগাঁ থেকে ঘুরতে আশা গণমাধ্যমকর্মী রিপন রউফ জানান, আমার দেশের পতাকা সবচেয়ে উঁচুতে উড়ছে এরচেয়ে ভালো দৃশ্য হতে পারে না। আমরা এই ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্ববোধ করছি।


পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম বলেন আমরা এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে অঙ্গীকার করছি।


জেলা প্রশাসক সাবেত আলী বলেন, স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ এই ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা নতুন এক ইতিহাসের সাক্ষী হলাম। এই পতাকা আমাদের গৌরবের অহংকারের।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com