সুন্দরবনে পুণ্যস্নান উৎসবে গোসল করতে নেমে নিখোঁজ পুণ্যার্থীকে জীবিত উদ্ধার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২০:৪৬
সুন্দরবনে পুণ্যস্নান উৎসবে গোসল করতে নেমে নিখোঁজ পুণ্যার্থীকে জীবিত উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে অংশ নিয়ে সমুদ্রে গোসল করতে নেমে সুমন আহমেদ, (২৭) নামে এক পুণ্যার্থী নিখোঁজ হওয়ার পর বাংলাদেশ কোস্ট গার্ডের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে।


উদ্ধার হওয়া সুমন আহমেদ বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোসলা গ্রামের জোবেদ আলির ছেলে।


মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই পুণ্যার্থী দুবলার চর সংলগ্ন সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যান। খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট দুবলার চর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা দ্রæত উদ্ধার অভিযানে নামে।


অভিযানে নিখোঁজ পুণ্যার্থীকে সুমন আহমেদকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার আত্মীয়দের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com