
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৭০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৫টা ৩০ মিনিটে সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন - আমির হোসেন (৩৮), পিতা- মৃত লিয়াকত আলী, লোহার মোল, জকিগঞ্জ, সিলেট।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
এদিকে (৪ নভেম্বর) সকাল ১১:৩০ ঘটিকা সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ রওশন আরা জলিল গালর্স স্কুল এন্ড কলেজের সামনে ১টি পিকআপ আটক করে। এ সময় পিকআপটি তল্লাশী করে ৭০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলেন -মোঃ জালাল (২৬) পিতা- মৃত আব্দুর রউফ, মাইজখার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]