নড়াইল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন বিশ্বাস জাহাঙ্গীর
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৩:০৭
নড়াইল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন বিশ্বাস জাহাঙ্গীর
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এসময় নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপি’র সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হয়েছে।


প্রার্থী ঘোষণার পর অনুভূতি প্রকাশ করে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আলহামদুলিল্লাহ। দল আমাকে মনোনয়ন দেওয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহসকলকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ।


এদিকে নড়াইল-২ আসনে এখনও প্রার্থী ঘোষণা না করে মনোনয়ন স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি’র শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com