
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে, ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবি- ৬০। রবিবার (২ নভেম্বর) রাতে সীমান্তবর্তী এলাকার থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবি -৬০ এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান। কুমিল্লার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৯ লাখ ৫২ হাজার টাকার মোবাইল ফোন ডিসপ্লে ও ২৫ লাখ ৪৮ হাজার টাকার বিভিন্ন খাদ্যসামগ্রী। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]