
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে সাড়ে সাত কেজি গাঁজাসহ দোলনা বেগম (৩৫) ও সাদেক হোসাইন নামের দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে থেকে আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক দোলনা বেগম বগুড়া সদর উপজেলার নিশিন্দারা (মন্ডলপাড়া) এলাকার আল হেলাল ওরফে দুলু মিয়ার মেয়ে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে রংপুর থেকে বগুড়াগামী মোস্তারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে দোলনা বেগমের শরীরে সাদা পলিথিনে মোড়ানো স্কচটেপ দিয়ে পেঁচানো ফিটিং অবস্থায় আড়াই কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে।
অপরদিকে , গোবিন্দগঞ্জে বাস থেকে ৫ কেজি গাঁজাসহ সাদেক হোসাইন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাদেক হোসাইন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া এলাকার জাফর আলমের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) তাহসিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে চেক পোস্ট বসিয়ে তল্লাশির সময় রংপুর থেকে রাজশাহীগামী আতাউল্লাহ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসে কালো রঙের হাত ব্যাগের ভিতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি সাদেক হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/খালেক/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]