'জুলাই পরিবর্তনের পর উচিত ছিল সকল দললে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করা'
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৬
'জুলাই পরিবর্তনের পর উচিত ছিল সকল দললে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করা'
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৫ তারিখের আগে আমরা ঐক্যব্ধ ছিলাম বিধায় জুলাই বিপ্লব সফল হয়েছিল এবং ফ্যাসিস্টদের পতন সম্ভব হয়েছে। আমরা যদি নিজেরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হই তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথা চাড়া দিয়ে উঠবে। দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় একটি জবাবদিহিতা মূলক সরকার। চায়, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের সাথে কাজ করে। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করব।


সোমবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে চন্ডিপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী এ কথা বলেন।


তিনি আরও বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। শত্রুরা বার বার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সাথে আমাদের সাথে দ্বন্দ তৈরি করার চেষ্টা করতেছে। জুলাই পরিবর্তনের পর উচিত ছিল সকল দল মিলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করা। কিন্তু আমরা লক্ষ করছি, আমাদের কিছু বন্ধু, আমরা যারা একত্রে ছিলাম, তারা আবার এখন বিভিন্ন বিষয়ে দ্বি-মত পোষণ করছে।


মাসুদ সাঈদী উপস্থিত জনগণের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, আল্লামা সাঈদী যেভাবে পিরোজপুরের উন্নয়ন করেছে আমি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।


সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ মো. আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সাবেক আমীর মো. হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এসএম ইউনুস আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলাম।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com