পঞ্চগড়ের আটোয়ারীতে লাউ ক্ষেতে থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২০:৪৫
পঞ্চগড়ের আটোয়ারীতে লাউ ক্ষেতে থেকে নারীর মরদেহ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর এলাকার একটি লাউ ক্ষেত থেকে তনজিনা আক্তার (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউ ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহত তনজিনা ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দিলু হোসেন (৫০) নামের একজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, তনজিনার স্বামী একজন চাল ব্যবসায়ী ছিলেন। গত ১ বছর পূর্বে মারা যায় নিহতের স্বামী মজিবর রহমান। তাদের ঘরে তৌহিদুল ইসলাম (১৩) এবং তামিম (৮) নামে দুই ছেলে রয়েছে।


স্বামীর মৃত্যুর সুবাদে একই গ্রামের দিলু হোসেনের ছোট ছেলে মিনাল (২৭) তার সাথে সম্পর্কে জড়ায় তনজিনা। গত দুই মাস আগে গোপনে বিয়ে করেন মিনাল ও তনজিনা। বিয়ের পর থেকে উপজেলার মির্জাপুর বাজারে এক ভাড়া বাসায় বসবাস করেন।


এদিক, বিয়ে বিচ্ছেদের জন্য মিনালের পরিবার তাকে চাপ সৃষ্টি করে। তনজিনার বড় ও ছোট ছেলেকে মিনালের বড় ভাই মিজানুর রহমান (৩০) বিভিন্ন সময় নানা রকম হুমকি ধামকি দিয়ে আসছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এরই জেরে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাদের বিয়ে বিচ্ছেদের জন্য তনজিনার বড় ছেলেকে দিয়ে ব্লাকমেইল করে মিনালের বড় ভাই মিজানুর। ছেলের কথা ভেবে বিয়ে বিচ্ছেদ করাতে বাধ্য হয় তনজিনা৷ পরে মিজানুর তনজিনার বড় ছেলে তৌহিদুলকে নিয়ে যায় পঞ্চগড় আদালতে। আর মিনাল নিয়ে আসে তনজিনাকে। সেদিন তাদের বিচ্ছেদ হয় আদালতে। ওইদিন রাতে (বৃহস্পতিবার) রাতে তনজিনার বাসায় পুলিশ যায়৷ পুলিশের বরাতে স্থানীয়রা জানতে পারেন, তনজিনা জরুরি সেবা- ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করে বলেন, তাকে কোনো এক অন্ধকার জায়গায় আটকে রেখে মিনাল চলে গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।


এদিকে, সোমবার সকালে ধামোর মধ্যপাড়া এলাকার জাহিরুল ইসলামের লাউ ক্ষেতে কয়েকজন লাউ তুলতে আসে। সেখানে একজনের মরদেহ পরে থাকতে দেখেন তাঁরা। কাছে গিয়ে তনজিনার পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন। পরে বারঘাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ও আটোয়ারী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।


বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, আমরা তথ্য পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি হই। পরে আটোয়ারী থানা পুলিশসহ মরদেহ উদ্ধার করি৷ কি কারণে মারা গেছেন সেটা জানার জন্য মরদেহ পঞ্চগড় সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।


তবে এ ঘটনায় মিনালের বাবা দিলুকে জিজ্ঞাসাবাদের জন্য আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান তিনি।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com