
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকা এলাকায় অভিযান চালিয়ে ২৪০ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথবাহিনী। শনিবার (২ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গৌরীপুর থানার নারী কনস্টেবল নাছরিন (কং/১৯৩৯) এর নেতৃত্বে, কনস্টেবল বুলবুল আহমেদ (কং/২১২২) ও যৌথবাহিনীর সদস্যদের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন–বিশ্বনাথ রবিদাস (৬০), মিনা রবিদাস (৫৫), সবিতা রবিদাস (৪৫),তাপস রবিদাস (২১)।
তারা সবাই মধ্য ভালুকা ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা তাদের বসতঘরের মেঝে খুঁড়ে চোলাই মদের গোপন মজুদ রেখে সেখান থেকেই ক্রয়-বিক্রয় হতো। পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
অভিযানকালে ৩০ লিটারের নীল রংয়ের কনটেইনার ৪টি, ৮ লিটারের ২টি সাদা কনটেইনার, ৫ লিটারের ২টি বোতলসহ মোট ২৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ তৈরির কাজে ব্যবহৃত ২টি সিলভার পাতিল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার টাকা।
ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় সোহাগ রবিদাস, জীবন চন্দ্র বর্মন এবং কনস্টেবল বুলবুল আহমেদ। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরীপুর থানা মামলা দায়ের করে।
বিবার্তা/হুমায়ুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]