গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৬:৪৮
গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকাব ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় ব্রত নাগ,।


প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (যুব অনুবিভাগ) যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ এর উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ, প্রেসক্লাব গৌরীপুরের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব। অনুভূতি বক্তব্য দেন প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে সাফা বেগম ও অনিক মিয়া।


এবারের এই প্রশিক্ষণে ২০ জন পুরুষ ও ২০ জন মহিলাসহ মোট ৪০ জন অংশ নেন। দুই মাসব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী প্রদান করা হয়।


অনুষ্ঠান শেষে অতিথিরা তরুণদের প্রযুক্তি দক্ষতা অর্জন ও কর্মমুখী শিক্ষায় উৎসাহিত হওয়ার আহ্বান জানান।


বিবার্তা/হুমায়ুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com