
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর রেলক্রসিংয়ের সামনে ট্রেনে কাটা পড়ে ইশা মনি (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশা মনি উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামের আবুল কালামের মেয়ে। সে চিনাইর হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল ১০টার দিকে ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রী মারা যায়। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।”
তিনি আরও বলেন, “ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]