
"সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন করতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়ে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা খাতুন, রুপসী বাংলা সমবায় সমিতির সংগঠক শহিদুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক পবিত্র কুমার, আদিবাসী সমবায় সমিতির সংগঠক বকুল রানী, মিজানুর রহমান মজনু প্রমূখ।
সেসময় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সমবায় খাত এগিয়ে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও বক্তারা মত দেন।
এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও নারী-পুরুষ সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]