টিসিবির পণ্য কিনতে বাড়তি খরচ, সুবিধাবঞ্চিত চরের বাসিন্দারা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৪:১৩
টিসিবির পণ্য কিনতে বাড়তি খরচ, সুবিধাবঞ্চিত চরের বাসিন্দারা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র পণ্য নির্দিষ্ট জায়গায় বিতরণ না করায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সুবিধাভোগী চরাঞ্চলের বাসিন্দাদের। এছাড়া পণ্য কিনতে এসে যাতায়াত বাবদ গুনতে হচ্ছে বাড়তি টাকা।


জানা গেছে, টিসিবির পণ্য নির্দিষ্ট কিছু স্থানে বিতরণ করার নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট ডিলাররা এটা মানছেন না। অভিযোগ ওঠেছে, চিলমারী ইউনিয়নের টিসিবির পণ্য দুটি স্থানে বিতরণ করার কথা থাকলেও শুধু কলেজ মোড় এলাকায় বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয়নি।


সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, স্থান নির্ধারণে সুবিধাভোগীদের কথা চিন্তা করা হয়নি। এ উপজেলার তিনটি ইউনিয়নই ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। অথচ এসব পণ্য বিতরণের স্থানগুলো রাখা হয়েছে উপজেলা সদরেই। এতে করে ডিলারা সদরে বসে এসব বিতরণ করছেন অন্যদিকে চরের বাসিন্দারা বাড়তি খরচ করে চর থেকে আসতে হচ্ছে এখানে।


খোঁজ নিয়ে জানা গেছে, একজন কার্ডধারী সুবিধাভোগীর টিসিবি পণ্য কিনে কত টাকা সাশ্রয় হয়, তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে। খেয়া নৌকাযোগে দিয়ে অটোরিকশাযোগে আসতে হচ্ছে সদরে। এতে যাতায়াত ভাড়া তো আছেই সাথে চা-নাস্তার তো বিল থাকবেই। এছাড়াও সেদিন পুরো দিনটাই শেষ হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন উঠেছে টিসিবির পণ্য নিতে এসে বাড়তি টাকা যাচ্ছে। তাহলে চরাঞ্চলের মানুষরা কি সুবিধা পাচ্ছেন?


চিলমারী ইউনিয়ন পরিষদের পণ্য বিতরণ কলেজ মোড় ও ইউনিয়ন পরিষদ চত্বরে হওয়ার কথা থাকলেও তা শুধুমাত্র বিতরণ হচ্ছে থানাহাট ইউনিয়নের কলেজ মোড় থেকে। চিলমারী ইউনিয়নের দায়িত্বে আছে সাওম ট্রেডার্স। এর সত্ত্বাধিকারীর নম্বরে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।


চিলমারী ইউনিয়নের মাসুদ রানা নামে এক ব্যক্তি জানান, চিলমারী ইউনিয়নের টিসিবির পন্য আগে কড়াই বরিশাল ঘাটে এসে বিতরণ করা হতো, তারপর কিছু দিন জোরগাছ বাজারে আর এখন থানাহাট ইউনিয়নের কলেজে মোড়ে বিতরণ করা হয়। এখানে চরাঞ্চলের মানুষের সুবিধা বঞ্চিত করা হচ্ছে।


চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ইউনিয়নের পণ্য ইউনিয়নে বিতরণ করতে হবে। কিন্তু এখন চরের মানুষগুলো নৌকা ভাড়া করে থানাহাট গিয়ে নিতে হচ্ছে। এটা অসুবিধা সেই সাথে যাতায়াত খরচও আছে।


চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, ইউপি চেয়ারম্যান, ডিলার সহ বসে কোন স্থানে বিতরণ করলে সুবিধা হয় সেই স্থানে বিতরণ করা হবে।


বিবার্তা/রাফি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com