
সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি স্মরণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা বিদে হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আফতাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আয়ুব আলী, এ্যাড. মশিয়ার রহমান এবং জেলা ছাত্র শিবির নেতা নাহিদ হাসান।
বক্তারা বলেন, ২০০৬ সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে ১৪ জন নেতাকর্মীকে শহীদ করে। এখনো তাদের বিচার হয়নি। তারা অবিলম্বে হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবার্তা/সেলিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]