
কুড়িগ্রামের চিলমারী লোকাল গর্ভরমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রতিনিধি দল।
২৮ অক্টোবর, মঙ্গলবার সকালে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করনে মাটিকাটা নুরানী মাদ্রাসায় নির্মিত পানি শোধনাগার পরিদর্শন করেন আবাসিক প্রতিনিধি ইউএনডিপি স্টিফান লিলার, বাংলাদেশে নিযুক্ত ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফরাসি দূতাবাস মারি মাসদুপুয়, অতিরিক্ত সচিব একেএম সোহেল উইং চিফ জাতিসংঘ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানা অফিসার্স ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। পানি শোধনাগার পরিদর্শন শেষে স্থানীয়দের আলোচনা করেন। আলোচনা শেষে থানাহাট ইউনিয়নের লজিক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
বিবার্তা/রাফি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]