৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার পদ্ধতি পুনর্বহালের দাবিতে পঞ্চগড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২১:৫৪
৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার পদ্ধতি পুনর্বহালের দাবিতে পঞ্চগড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের সব সরকারি স্কুলের ভর্তিতে লটারি প্রথা বাতিল করে ভর্তি পরীক্ষার পদ্ধতি পুনর্বহালের দাবিতে পঞ্চগড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৮অক্টোবর) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দের আয়োজনে ঘন্টাব্যপি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন চলতি শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচলিত ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু করা হয়েছে। এ সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। কমোলমতি শিক্ষার্থীরা জানায় আমরা লটারির মাধ্যমে ভর্তি হতে চাই না, আমরা মেধা তালিকায় ভর্তি হতে চাই।


প্রতিবাদ সমাবেশে কিন্ডারগার্টেন্ট এর শিক্ষকের পক্ষ থেকে শোয়েব আলী সবুজ,অভিভাবক বাকের হোসেন ও মেহেদী হাসান সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com