
এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর আয়োজনে “ভূমি অধিকার ইস্যুতে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর লালমাটিয়া এডিএসসি প্রশিক্ষণ কেন্দ্রে এ ওরিয়েন্টেশন সমাপ্ত হয়।
ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা।
দুইদিনের এ প্রশিক্ষণে ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন পরিচালনা করেন এএলআরডি ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা।
“ডিজিটাল ভূমি সেবা—মিউটেশন, খাজনা পরিশোধ, খতিয়ান ও রেজিস্ট্রেশন এবং উত্তরাধিকার আইন” বিষয়ে প্রশিক্ষণ দেন এএলআরডি প্রশিক্ষক শফিকুল ইসলাম।
“খাস জমি ও সরকারি জলাশয় ব্যবস্থাপনা, ভূমিহীন ও জেলে সম্প্রদায়ের দুর্ভোগ” বিষয়ে আলোচনা করেন সৈয়দা জুবাইদা ফাতেমা।
“কৃষিজমি, নদী, বন, পাহাড় দখল ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ” বিষয়ে প্রশিক্ষণ দেন রফিক আহমেদ সিরাজী।
এছাড়া, “ডিজিটাল ভূমি জরিপ: সমস্যা ও সমাধানে সাংবাদিকদের করণীয়” বিষয়ে বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক (সেটেলমেন্ট অপারেশন-২) ও উপসচিব রূপালী মন্ডল।
“সম্পত্তি প্রাপ্তিতে নারীর বঞ্চনা ও গণমাধ্যমের ভূমিকা” বিষয়ে প্রশিক্ষণ দেন সাংবাদিক মুসা মিয়া।
শেষ দিনে “ভূমিতে নারী, প্রান্তিক কৃষক, সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের কর্মপরিকল্পনা” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সৈয়দা জুবাইদা ফাতেমা ও সোহেল রানা।
দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২২ জন সাংবাদিককে সনদ প্রদান করা হয়।
ওরিয়েন্টেশনে ব্রাহ্মণবাড়িয়া থেকে অংশ নেন প্রবীণ সাংবাদিক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. আরজু মিয়া এবং প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিনের শেখ মো. শহিদুল ইসলাম।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]