মোংলায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৭:১৩
মোংলায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অবিলম্বে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোংলা উপজেলা সমন্বয় কমিটি।


মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা গেটের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকারের আমলে সাজানো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা এখনো দায়িত্বে বহাল আছেন। তাদের অনেকেই সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পরও তাদের ক্ষমতায় রাখা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থি।”


বক্তারা আরও বলেন, “এই ফ্যাসিস্ট অনুগত চেয়ারম্যানরা মোংলার প্রশাসনিক অঙ্গনে দুর্নীতি ও দলীয় প্রভাব বিস্তারের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমরা চাই শতভাগ ফ্যাসিস্ট মুক্ত মোংলা।”


সংবাদ সম্মেলনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন—
১️.ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দ্রুত অপসারণ;
২️.আইনগত প্রক্রিয়া চলাকালে ইউনিয়ন সচিবদের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা;
৩️.অপসারণের পর দক্ষ ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগ।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
মোঃ আবু হাসান, এনসিপি বাগেরহাট জেলা প্রতিনিধি;মাজেদুল ইসলাম মৃধা, প্রধান সমন্বয়কারী মোংলা উপজেলা;আব্দুল্লাহ মেরিন, যুগ্ম সমন্বয়কারী মোংলা উপজেলা;রিপন হালদার, যুব শক্তি বাগেরহাট জেলা প্রতিনিধি;
আব্দুল্লাহ শেখ ও রিপন রায়, মোংলা উপজেলা সদস্য;মনির খান, মিঠাখালি ইউনিয়ন প্রধান সমন্বয়কারী;এবং বাপ্পি সরদার, চিলা ইউনিয়ন যুগ্ম সমন্বয়কারী।


বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট চেয়ারম্যানদের অপসারণ না করা হয়, তবে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাদের হটিয়ে দেওয়া হবে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com