
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে খড়ের মাঠ দখল নিয়ে দুই সন্ত্রাসীবাহিনীর মধ্যে গোলগুলি ও সংঘর্ষে ৩ জন নিহত এবং ২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে চৌদ্দহাজার বিঘা মৌজার বিস্তীর্ণ খড়ের মাঠ দখল নিয়ে কাকন বাহিনী ও মন্ডল বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনী ও পাশর্^বতী বাঘা উপজেলার মন্ডল বাহিনীর মধ্যে পদ্মার চরে জেগে উঠা খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের সন্ত্রাসীরা কয়েক ঘন্টা ধরেগোলাগুলি ও অস্ত্র নিয়ে একে অপরের ওপর ধারাল হামলা ও পাল্টা হামলা চালায়।
গুলিতে মন্ডল বাহিনীর প্রধান মুনতাজ মন্ডলসহ চারজন গুলিবিদ্ধ হলে মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬) ঘটনাস্থলেই নিহত হোন।
পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুকুর মন্ডলের ছেলে নাজমুল মন্ডল (২৬) মারা যান। আহতদের মধ্যে চাঁন মন্ডলের ছেলে মন্ডল বাহিনী প্রধান মুনতাজ মন্ডল (৩২) ও আরশাদ মন্ডলের ছেলে রাকিব মন্ডল (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহতদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের নিচ খানপুর গ্রামে।
পদ্মার চরে বন্দুকযদ্ধের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, ঘটনাস্থলটি দৌলতপুর ও বাঘা থানার সীমান্ত এলাকায় হওয়ায় তদন্তে বাঘা থানাপুলিশ কাজ করছে।
অপরদিকে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, দৌলতপুরে খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে কাকন বাহিনী ও মন্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। উদ্ধার হওয়া নিহতদের মরদেহ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]