ফেনীতে অস্ত্র ও হাতকড়াসহ গ্রেফতার ৩
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৩
ফেনীতে অস্ত্র ও হাতকড়াসহ গ্রেফতার ৩
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর ছাগলনাইয়ায় একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও একজোড়া হাতকড়াসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।


২৭ অক্টোবর, সোমবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া রাস্তার মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম।


জানাগেছে, 'ভোরে মাদক চোরাচালানের জন্য অপেক্ষা করছে একটি চোরাকারবারি চক্র', এমন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী জঙ্গলমিয়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। সেখান থেকে চোরাকারবারিতে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে এসময় অস্ত্র ৩৫ পিস ইয়াবা ও একজোড়া হাতকড়া উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পূর্ব মধুগ্রামের জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আমান উল্যাহর ছেলে জাহিদ হোসেন ঝন্টু ও পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল বাশারের ছেলে সাইফুল ইসলাম ।


ছাগলনাইয়া থানার ওসি বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের নামে এছাড়াও মামলা রয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ছাগলনাইয়া থানায় লুট ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওইদিন অস্ত্র ও হাতকড়াসহ মুল্যবান জিনিসপত্র লুট হয়।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com