
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে আসাদ শেখ নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘি-কমলা থেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
সাজাপ্রাপ্ত আসাদ শেখ উপজেলার নারুয়া ইউনিয়নের ছোট ঘি-কমলা গ্রামের আব্দুল লতিফ শেখ এর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে নারুয়া ইউনিয়নের ছোট ঘিকমলা থেকে গাঁজাসহ আসাদ শেখ কে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, মাদক সেবনের দায়ে আসাদ শেখ কে ১০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]